ইসরায়েলি সেনাদের ব্যবহৃত ‘নজরদারি’ প্রযুক্তি বন্ধ করল মাইক্রোসফট

Google Alert – সেনা

ইসরায়েলের বিশেষ সেনা গোয়েন্দা ইউনিট ৮২০০-এর কিছু প্রযুক্তি ব্যবহার বন্ধ করেছে মাইক্রোসফট। কোম্পানিসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউনিটটি গাজা ও পশ্চিম তীরের লাখ লাখ ফিলিস্তিনি নাগরিকের ফোনকল প্রতিদিন রেকর্ড করত। এ ঘটনায় প্রতিষ্ঠানের শর্তাবলির লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। খবর দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান, ইসরায়েলি-ফিলিস্তিনি ৯৭২+ এবং হিব্রু ভাষার সাইট লোকাল কলের যৌথ অনুসন্ধানে জানা গেছে, ইউনিট ৮২০০ মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা ব্যবহার করে ফোনকল সংগ্রহ ও বিশ্লেষণ করত। সূত্রমতে, ১ ঘণ্টায় প্রায় ১০ লাখ ফোনকল প্রক্রিয়া করা হতো। প্রকল্পটি শুরু হয় ২০২১ সালে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও ইউনিটের কমান্ডার ইউসি সারিয়েলের বৈঠকের পর।

গার্ডিয়ানের প্রতিবেদনের পর মাইক্রোসফট জরুরি তদন্ত চালায়। প্রাথমিক ফলাফলে দেখা যায়, ইউনিটটির প্রায় আট হাজার টেরাবাইটের বেশি ফোনকল তথ্য নেদারল্যান্ডসের মাইক্রোসফট ডাটা সেন্টারে সংরক্ষিত ছিল। প্রতিবেদনের কয়েক দিনের মধ্যে ডাটা অন্য ক্লাউডে স্থানান্তর করা হয়।

মাইক্রোসফটের ভাইস চেয়ার ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেন, ‘আমরা কোনো দেশের নাগরিকদের গণ নজরদারিতে প্রযুক্তি সরবরাহ করি না।’

এর পরই ইউনিট ৮২০০-এর কিছু ক্লাউড ও এআই সেবা বন্ধ করা হয়।

এটি গাজার যুদ্ধে ইসরায়েলি সেনাদের জন্য মার্কিন প্রযুক্তি কোম্পানির সেবা প্রত্যাহারের প্রথম ঘটনা।

এ সিদ্ধান্তে মাইক্রোসফটের কর্মী ও বিনিয়োগকারীদের চাপও ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্তের ফলে তিন বছর ধরে চলা ‘নজরদারি প্রকল্পটি’ শেষ হলো। জানা যায়, প্রকল্পটি গাজায় বিমান হামলার প্রস্তুতিতেও ব্যবহৃত হয়। মাইক্রোসফট আরো জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য ব্যবসায়িক সম্পর্ক অপরিবর্তিত থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *