টিএসসিতে ভাসমানদের উচ্ছেদে অভিযান

Samakal | Rss Feed


টিএসসিতে ভাসমানদের উচ্ছেদে অভিযান

রাজধানী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

2025-09-27

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় মেট্রোরেলের নিচে থাকা ভাসমান ব্যক্তিদের উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে অভিযানটি প্রক্টর অফিস এবং এস্টেট অফিসের নিরাপত্তা বিভাগ পরিচালনা করে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে অভিযানটি শুরু হয়। এ সময় উদ্ধাস্তু ব্যক্তির কাছ থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন ধারালো অস্ত্র পাওয়া যায়।

কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস যেখানে মাদকসেবী, ভবঘুরে ও পাগলদের অভয়ারণ্য হয়ে গেছে। আমাদের অঙ্গীকার ছিল ক্যাম্পাস শিক্ষার্থীবান্ধব করে তোলা। সে তাড়না থেকে প্রক্টরিয়াল টিমের সমন্বয়ে অভিযান পরিচালনা করেছি। ক্যাম্পাসে মাদকসেবী, মাদক কারবারি, ছিনতাইকারী ও ভবঘুরেরা যারা আছে, তাদেরকে ক্যাম্পাস থেকে উচ্ছেদ করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করার লক্ষ্যেই এই অভিযান।

অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা শুরু থেকেই কিছু উদ্বেগজনক জিনিস পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে মাদক, ইয়াবা, ড্রাগ নেওয়ার জন্য সিরিঞ্জ পাওয়া গেছে। বিভিন্ন ছুরি, কাঁচি, ব্লেডসহ ধারালো জিনিসও পাওয়া গেছে। সাথে ধারালো ছুরি, ব্লেড, কাচিসহ বিভিন্ন বিভিন্ন অস্ত্র পাই। জব্দকৃত এসব দ্রব্যাদিসহ একজনকে শাহবাগ থানায় সোপর্দ করেছি।

তিনি বলেন, ভাসমানরা এখানে মাদক সেবন করে এবং ব্যবসাও করে। সন্ধ্যার পর ছিনতাই হয়। আমরা বিভিন্ন যৌনপল্লীর কার্ড পেয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এসব লোক যদি আস্তানা গড়ে তোলে, এটা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

এটা আমাদের সাময়িক অভিযান উল্লেখ করে এবি জুবায়ের বলেন, আমরা দীর্ঘস্থায়ী সমাধানের পথেই হাটছি। অলরেডি একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। আমরা অবিলম্বে প্রত্যেক প্রবেশপথে সিকিউরিটি ফোর্স রাখব, যাতে এসব লোক ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। এটা যেহেতু সময়সাপেক্ষ ব্যাপার, সে কারণেই আমরা আজ অভিযান পরিচালনা করেছি। পুরো সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও এস্টেট টিম ছিল, আমরা সঙ্গে ছিলাম।

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *