গাইবান্ধায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Jamuna Television

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার পলাশবাড়ীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে পলাশবাড়ী পৌর এলাকার নিউ লাইফ ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৫ হাজার টাকা, নিউ লাইফ ডায়াগনস্টিক ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি সেন্টারকে ১৫ হাজার টাকা এবং রেখা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান বলেন, একটি ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে লাইসেন্স নবায়ন না করা, যোগ্য চিকিৎসক ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতিসহ নানা অনিয়মের কারণে এ দণ্ড দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে ও রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। যারা আইন না মেনে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে, ভুক্তভোগী রোগী ও স্থানীয়রা অভিযোগ করেন, পলাশবাড়ীতে নামে-বেনামে একের পর এক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে। অথচ এসব প্রতিষ্ঠানে মানসম্মত স্বাস্থ্যসেবা না দিয়ে রোগীদের হয়রানি করা হচ্ছে। পরীক্ষার নামে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। স্থানীয়দের মতে, কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান না চালালে এসব ভুয়া ও অনিয়মে ভরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনগণের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে।

/এএইচএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *