CHT NEWS
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড়ে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
জুম্ম ছাত্র জনতার ডাকে স্বতঃস্ফুর্তভাবে সড়ক অবরোধ পালিত হয়েছে। এর আগে গতকাল (২৬
সেপ্টেম্বর) খাগড়াছড়িতে নিপীড়ন বিরোধী মহাসমাবেশ থেকে জেলাব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধ
ডাক দিয়েছিল জুম্ম ছাত্র জনতা।
আজ সকাল ৬ট থেকে ঢাক-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের যৌথ খামার এলাকায় শত শত
শিক্ষার্থী-জনতা সড়কে টায়র জ্বালিয়ে, গাছ ফেলে ও সড়কে অবস্থান নিয়ে অবরোধ পালন করেন।
ফলে সড়কে সকল গাড়ি চলাচল বন্ধ ছিল।
অবরোধকারীরা সিঙ্গিনালায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের
ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়া,
তারা ছাত্রনেতা উক্যনু মারমাকে তুলে নিয়ে হেনস্তা করার ঘটনায় দায়ী সেনা কর্মকর্তার
অপসারণও চেয়েছেন।
অবরোধ পালন শেষে অংশগ্রহণকারী লোকজনের সামনে জুম্ম ছাত্র জনতার পক্ষ থেকে
তৈমাং এিপুরা বলেন, আজ খাগড়াছড়ি সদরের উপজেলা পরিষদ এলাকায় আমাদের শান্তিপূর্ণ অবরোধ
চলাকালীন কিছু সেটলার বাঙালি হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রশাসন পরিস্থিতি
নিয়ন্ত্রণে সম্পুর্ণ ব্যর্থ হয়েছে। ১৪৪ ধারা জারির পরও সেটলাররা মহাজন পাড়ায় হামলা-ভাঙচুর
চালিয়েছে। আমরা এ হামলার-ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারী
সেটলারদের আইনের আওতায় আনার দাবি করছি। এভাবে হামলা চালিয়ে আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনকে
দমন করা যাবে না। অবিলম্ব স্কুলছাত্রীরে ধর্ষকদের সকলকে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত
করতে হবে।
স্থানীয় মুরব্বি ব্লু মারমা (মেম্বার) বলেন, আমাদের দাবি পূরণ ও নিরাপত্তা
নিশ্চিত না হলে ন্যায়ের দাবির আন্দোলন থেমে থাকবে না। আমরা চাই প্রশাসন যথাযথভাবে দায়িত্ব
পালন করুক এবং সকল অপরাধীকে আইনের আওতায় আনা হোক।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।