Google Alert – পার্বত্য চট্টগ্রাম
আদিবাসীদের নিয়ে প্রতিবেদনের জন্য ‘আদিবাসী বিষয়ক সাংবাদিকতা সম্মাননা’ পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই প্রতিবেদক।
ঢাকার আসাদগেটে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে শনিবার বিকালে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আদিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ‘আইপিনিউজ’ এ সম্মাননা পুরস্কার দিয়েছে। ‘মিজোরাম থেকে ফিরে খাবারের সংকটে কয়েকশ বম পরিবার’ শিরোনামের প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি উসিথোয়াই মারমা। টানা দ্বিতীয়বারের মত এ পুরস্কার পেয়েছেন তিনি।
‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ কারা, আদিবাসী বিরোধিতায় সোচ্চার কেন?- শিরোনামে প্রতিবেদনের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক প্রশান্ত মিত্র।
আর ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত ‘স্ট্রাগলিং ফর এভরি ড্রপ’ শিরোনামের প্রতিবেদনের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন পত্রিকাটির বান্দরবান প্রতিনিধি মং সিং হাই মারমা।
অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক ‘আমাদের সময়’ সম্পাদক আবু সাঈদ খান বলেন, “আদিবাসী সাংবাদিকতা একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা অনেক পত্রিকা, অনেক প্রতিষ্ঠান আদিবাসী শব্দটা মেনে নিতে পারি না। সেখানে আপনি আদিবাসী লিখলে সেটা কেটে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অন্যকিছু করে দেওয়া হয়।
“আরেকটা হচ্ছে একটা সামগ্রিক মানসিকতা আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে আদিবাসীরা পিছিয়ে পড়া কিংবা সংখ্যালঘু। তার চেয়ে সংখ্যার বিচার বিচারে বাঙালিরা আদিবাসীদের চেয়ে অধিক। এক ধরনের আধিপত্যবাদী মানসিকতা তাদের মধ্যে রয়েছে।”
এই মানসিকতা থেকে উত্তরণ ঘটছে না মন্তব্য করে তিনি বলেন, “পাহাড়ে বা পার্বত্য চট্টগ্রামে যারা চাকরি করেন, তারা মনে করেন এটা তাদের উপনিবেশ। তারা দেশ শাসন করতে এসেছেন, যেমন করে ইংরেজরা মনে করতেন গোটা ভারতবর্ষকে, তাদের উপনিবেশ বলে। এখান থেকে বেরিয়ে আসা জরুরি। এখান থেকে বেরিয়ে আসার সংগ্রামটি ‘রাজনৈতিক’। এখানে যারা অমুসলিম, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রকৃতির পূজারী কিংবা অবিশ্বাসী, এ দেশটা সবার দেশ। সবার এখানে সমঅধিকার নিশ্চিত করা দরকার।”
পুরস্কৃতদের অভিনন্দন জানিয়ে আবু সাঈদ খান বলেন, “পুরস্কার বড় কথা নয়, সাংবাদিকতা একটি মানবিক কাজ। এ মহান কাজটি আপনারা করছেন। আদিবাসীদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মিডিয়া ও আদিবাসী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে।”
এবারের আয়োজনের তিন বিচারকের একজন প্রাণ-প্রকৃতি গবেষক পাভেল পার্থ তার বক্তব্যে সেরা প্রতিবেদন বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পর্কে তুলে ধরেন ও বিজয়ীদের নাম ঘোষণা করেন।
অন্য দুই বিচারক হলেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান প্রতিবেদক পিনাকী রায় এবং উন্নয়ন ও অধিকার কর্মী ফাল্গুনী ত্রিপুরা।
আইপিনিউজের নির্বাহী সম্পাদক সতেজ চাকমার সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সম্পাদক আন্তনী রেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাইমস অব বাংলাদেশ এর হেড অব অনলাইন বিপ্লব রহমান, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সিনিয়র সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরান ও আইপিনিউজের যুগ্ম-সম্পাদক অমর শান্তি চাকমা।
আরও পড়ুন-
মিজোরাম থেকে ফিরে খাবারের সংকটে কয়েকশ বম পরিবার
‘স্টুডেন্টস ফর সভরেন্টি‘ কারা, আদিবাসী বিরোধিতায় সোচ্চার কেন?