মহেশপুরে কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ২

Jamuna Television

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে স্বর্ণ পাচারের সময় দুই যুবককে আটক করেছে বিজিবি। এ সময়, তাদের কাছ থেকে আড়াই কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে অভিযান চালায় বিজিবি। এ সময় ঝিনাইদহের কালীগঞ্জের সৌরভ বিশ্বাস নামে একজনকে আটক করা হয়। পরে তার সহযোগী রণজিৎ বিশ্বাসকে কোটচাঁদপুর বাজার এলাকা থেকে আটক করা হয়।

৫৮ বিজিবির সিও রফিকুল আলম জানান, উদ্ধার হওয়া চারটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা। স্বর্ণগুলো সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে এবং দুই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময়, স্বর্ণ পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এএইচএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *