Google Alert – আর্মি
পটিয়ায় পুলিশ ও আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে চাঁদাবাজ সন্ত্রাসী মোকাম্মেল হক তালুকদারসহ তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার আশিয়া এলাকায় যৌথবাহিনি এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, পটিয়া থানায় অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি উপজেলার পূর্ব আশিয়া ৬নং ওয়ার্ড এলাকার মৃত নুরুন নবী তালুকদার এর পুত্র মোকাম্মেল হক তালুকদার (৪৯), এবং তার সহযোগী মৃত আব্দুল আজিজের পুত্র মো. আরাফাত (২৬)।
অপরদিকে পৃথক এক অভিযানে, পটিয়া থানার আরেক মামলায় চিহ্নিত আসামি আশিয়া ১নং ওয়ার্ড এলাকার নুর উদ্দীন মুন্সীর বাড়ি এলাকার ইয়াকুব মিয়াজির পুত্র খাইরুল ইসলাম মুন্না (২৭)।
পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা জানিয়েছেন, গ্রেফতারকৃত মোকাম্মেল হক তালুকদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অপরাধের মোট ১৭টি মামলা এবং খাইরুল ইসলাম মুন্নার বিরুদ্ধে ২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।