দীর্ঘ দুই বছর পর খুলে দেয়া হচ্ছে কেওক্রাডং

Google Alert – সশস্ত্র

দীর্ঘ দুই বছর পর খুলে দেয়া হচ্ছে কেওক্রাডং

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পিএম আপডেট: ২৭.০৯.২০২৫ ৯:১৫ PM

ফাইল ছবি

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আগামী বুধবার (১ অক্টোবর) থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের অন্যতম উঁচু পাহাড় চূড়া কেওক্রাডং পর্যটন কেন্দ্র।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার বান্দরবান জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শহরের মেঘলা পর্যটন কেন্দ্রে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি তবে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সারোয়ার হোসেন।

পর্যটকদের যাতায়াত সহজ করতে রুমার বগালেক থেকে কেওক্রাডং পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করেছে সেনা প্রকৌশল বিভাগ (ইসিবি)। তবে স্থানীয় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতার কারণে ২০২৩ সালে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যায়ক্রমে পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার খুলে দেওয়া হচ্ছে কেওক্রাডং।

স্বদেশ প্রতিদিন/শাহো

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *