CHT NEWS
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে অবরোধ পালনকারী জুম্ম ছাত্র-জনতা ও সেটলারদের মধ্যে প্রায় ঘন্টা দুয়েক ধরে ধাওয়া-পাল্টা
ধাওয়ার ঘটনা ঘটছে বলে খবর পাওয়া গেছে। এতে অবরোধকারীদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলে
জানা গেছে।
খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত সকলকে
অতি দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতা এই অবরোধ পালন করছে। গতকাল নিপীড়ন বিরোধী মহাসমাবেশ থেকে তারা এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত
হলেও দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, উপজেলা পরিষদ এলাকায় অবরোধকারী ও
সেটলারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া,
ইট-পাটকেল, গুলতি নিক্ষেপের ঘটনা ঘটে। সেটলাররা বন্দুক দিয়ে গুলি ছূঁড়েছে বলেও অবরোধকারীদের মধ্য থেকে অভিযোগ করা হচ্ছে।
বেলা ২:২০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে।
তবে উত্তেজনা নিরসনে প্রশাসনের কোন ভূমিকা দেখা যাচ্ছে না। ফলে যে কোন সময় আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।