খাগড়াছড়িতে দুই পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ১৪৪ ধারা

Google Alert – পার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে অবরোধকারী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকালে শহরের খেজুরবাগান, উপজেলা পরিষদ এলাকা, চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া ও নারিকেল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। শহরের অরণ্য বিলাস ও মাউন্টেইন হোটেল ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌরসভা ও সদর উপজেলার আশপাশে এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ‘যেহেতু খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে, তাই আগামী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা আদেশ জারি থাকবে।’

এর আগে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে গতকাল সকাল থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়।

বিক্ষুব্ধরা ভোর থেকেই সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। কর্মসূচি চলাকালে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পাহাড়িদের অভিযোগ, অবরোধ কর্মসূচিতে সদর উপজেলা প্রাঙ্গণে সড়কের পাশে তাদের ওপর হামলা হয়। এতে তাদের দুজন আহত হন। এ ঘটনা জানাজানি হওয়ার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জুম্ম–ছাত্র জনতার মুখপাত্র উক্যেনু মারমা বলেন, ‘শুরু থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছি। সবাইকে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ করার আহ্বান জানাচ্ছি। কিছু দুষ্কৃতকারী অবরোধকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্নভাবে চেষ্টা করেছে।’

জানতে চাইলে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে দেয়া হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *