RisingBD – Home
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৯:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৫
টহল কার্যক্রমে বিজিবি সদস্যরা
দিনাজপুরের হিলি সীমান্তবর্তী উপজেলার পূজামণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিতে টহল কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হিলি চণ্ডীপুর সর্বজনীন মন্দির থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে জয়পুরহাট-২০ বিজিবির সদস্যরা।
বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ।
জয়পুরহাট-২০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। আমাদের ব্যাটালিয়নের সদস্যরা ২৪ ঘণ্টা মণ্ডপগুলোতে টহল দেবেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবির এ উদ্যোগে সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।
ঢাকা/মোসলেম/এস