পর্যটকেরা ১ অক্টোবর থেকে কেওক্রাডং যেতে পারবেন

Google Alert – কেএনএফ


বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৫  
আপডেট: ১৬:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

কেওক্রাডং পর্বতশৃঙ্গ।


বান্দরবানের রুমা উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট কেওক্রাডং আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। এতদিন ভ্রমণে যে নিষেধাজ্ঞা ছিল তা আর বহাল থাকছে না।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব মোবাইল ফোনে রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন। 

গত ২০২৩ সালের ২ ও ৩ এপ্রিল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা রুমা-থানচি সড়কে ব্যাংক ডাকাতি সংঘটিত করার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরবর্তীতে ধাপে ধাপে রোয়াংছড়ির দেবতাখুম, থানচির রেমাক্রি এবং রুমার বগালেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। তবে কেওক্রাডং ভ্রমণের ক্ষেত্রে এতদিন বিধিনিষেধ কার্যকর ছিল।

অবশেষে আগামী ১ অক্টোবর থেকে পর্যটকরা আবার দেশের সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিষয়ে কোনো লিখিত প্রজ্ঞাপন এখনো প্রকাশ করা হয়নি।

ঢাকা/চাইমং/বকুল

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *