টাইব্রেকারে থামল বাংলাদেশের স্বপ্ন, শিরোপা গেল ভারতের ঘরে

Google Alert – বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আবারও ভারতের কাছে হতাশা সঙ্গী হলো বাংলাদেশের। নির্ধারিত সময়ের লড়াই শেষে ২-২ গোলে সমতা থাকলেও টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হার মানে লাল-সবুজরা। ফলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ভারত।

এখন পর্যন্ত টুর্নামেন্টে ১১ বার অংশ নিয়ে ভারত জিতল রেকর্ড ৭ম শিরোপা। সমান সংখ্যকবার অংশ নিয়ে বাংলাদেশ শিরোপা জিতেছে মাত্র দুইবার।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স গ্রাউন্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। মাত্র ৩ মিনিটেই দাল্লালমৌন গ্যাংটে গোল করে দলকে এগিয়ে দেন। ২৫ মিনিটে মানিকের হেডে সমতায় ফেরে বাংলাদেশ। তবে বিরতির আগেই ৩৮ মিনিটে আজলান শাহর গোলে আবারও এগিয়ে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। শেষ মুহূর্তে রেদোয়ান গোল করে ম্যাচ ২-২ করেন, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে সেখানে দুর্বলতা স্পষ্ট হয় বাংলাদেশের। ৪-১ ব্যবধানে টাইব্রেকারে হেরে যায় তারা।

গ্রুপ পর্বে অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছায় দুই দল। সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারায় ভারত, আর পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। তবে ফাইনালে শেষ হাসি আবারও ভারতেরই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *