অবরোধকারী ও নিরীহ পাহাড়িদের ওপর হামলা, অগ্নিসংযোগ, গ্রেফতার-নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ

CHT NEWS


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর
মুখপাত্র অংগ্য মারমা খাগড়াছড়ির সিঙ্গিনালায় কিশোরী ছাত্রীকে গণধর্ষণের সাথে জড়িতদের
গ্রেফতার না করে খাগড়াছড়ি সদরের পেরাছড়া, ভাইবোনছড়ায় নিরীহ পাহাড়িদের গ্রেফতার, শারীরিক
নির্যাতন ও হয়রানি-হেনস্তা, দোকানপাটে হামলা-ভাঙচুর এবং গুইমারায় অবরোধকারীদের ওপর
গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) এক বিবৃতিতে
অংগ্য মারমা আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত অধিকাংশ সেনা কর্মকর্তার সেটলারদের
প্রতি পক্ষপাতিত্ব ও পাহাড়ি বিদ্বেষী দৃষ্টিভঙ্গির কারণে বার বার সাম্প্রদায়িক হামলা
ও ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটে এ অঞ্চলকে অশান্ত করে তুলছে।

তিনি অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি, আহতদের
সুচিকিৎসার ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত্রদের ক্ষতিপূরণ প্রদান, ধর্ষকদের গ্রেফতার এবং গুইমারায়
গুলিবর্ষণ ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়ার দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *