যুদ্ধে ইসরায়েলের ১৬ জনের বেশি পাইলট নিহত হয়

Google Alert – সামরিক

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম-সাফাভি দাবি করেছেন, ইরান ও দখলদার ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ইসরায়েলে ১৬ পাইলট নিহত হয়েছে।

 রোববার (২৮ সেপ্টেম্বর) বার্তাসংস্থা মেহের নিউজ তার বরাতে এ তথ্য জানিয়েছে। বার্তাসংস্থাটি জানিয়েছে এই জেনারেল বলেছেন, যুদ্ধের প্রথম দুই-তিন দিন তাদের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্যের দুর্বলতা প্রকাশ পেয়েছিল। কিন্তু এরপর তারা ঘুরে দাঁড়ান এবং যুদ্ধের শেষ দিকে ইসরায়েলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে সমর্থ হন। তিনি দাবি করেছেন, বিদেশিদের পর্যবেক্ষণই বলেছে এ যুদ্ধে ইরান জয় পেয়েছে। তিনি বলেন, যুদ্ধের প্রথম দুই-তিনদিন আমাদের দুর্বলতা ছিল। কিন্তু চতুর্থদিন থেকে ভারসাম্য পরিবর্তন হয়ে যায় এবং শেষ দিনগুলোতে আমাদের আধিপত্যই ছিল। তিনি আরও বলেছেন, ইসরায়েল চেয়েছিল ইরানকে অস্থিতিশীল করে তুলতে। এছাড়া তাদের সামরিক ও পারমাণবিক শক্তির দিক দিয়ে দুর্বল করে দিতে চেয়েছিল। কিন্তু তারা এতে সফল হয়নি।

এই জেনারেল আরও বলেছেন, তারা ইসরায়েলিদের কমান্ড ও কন্ট্রোল সেন্টার, বিদ্যুৎ কেন্দ্র এবং টার্মিনালগুলোতে আঘাত হানেন। এতে করে ইসরায়েলিরা নত হতে বাধ্য হয়। ওই সময় ইরানের অভিযানে ইসরায়েলের ১৬ জনের বেশি পাইলট নিহত হয়। এছাড়া ইরানি হামলা ঠেকাতে ইসরায়েলকে ৬০০ থেকে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হয় বলেও জানান তিনি। এতে করে ইসরায়েলের মিসাইল বহুলাংশে হ্রাস পায়। যুদ্ধের পর ইরান এখন তাদের সামরিক শক্তি আবারও পুনর্গঠন করছে বলে জানান তিনি।

আরও পড়ুন

গত ১৩ জুন ইরানে বিনা উস্কানিতে হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর ইরানও ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে। যা টানা ১৩ দিন চলে। এরপর দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। সূত্র : মেহের নিউজ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *