CHT NEWS
রামগড়ে অবরোধের চিত্র। |
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে পাহাড়ি স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতার’ ব্যানারে আজ রবিবারও (২৮ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা
অবরোধ চলছে। এর আগে গতকাল (শনিবার) দিনব্যপী সর্বাত্মক অবরোধ পালন করেছে তারা। অবরোধ
পালকালে গুইমারায় রামেসু বাজারে সেনা-সেটলারদের হামলা-গুলিবর্ষণে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিক খবরে
জানা গেছে। এতে কয়েকজন মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সেটলার বাঙালিরা পাহাড়িদের দোকানপাটে অগ্নিসংযোগ করে বেশকিছু দোকানপাট পুড়িয়ে দিয়েছে।
গতকাল অবরোধ চলাকালে খাগড়াছড়ি সদরের খেজুড়বাগান (উপজেলা পরিষদ) এলাকা, মহাজন
পাড়া ও পানখাইয়া পাড়া এলাকায় সেটলার হামলা চালালে এর প্রতিবাদে ও পূর্বের দাবিতে রাতে
জুম্ম ছাত্র জনতা তাদের ফেসবুক পেইজে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেয়।
পরে তারা এটি প্রত্যাহার করলেও কয়েক ঘন্টা পর আবার বহাল রাখে।
আজ সকাল থেকে রামগড়ের জুম্ম ছাত্র জনতা খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবরোধে
নামে। তারা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছর গুড়ি ফেলে অবরোধ শুরু করে। এক পর্যায়ে বিজিবি
সদস্যরা অবরোধে ব্যবহৃত গাছে গুড়ি পরিষ্কার করতে গেলে অবরোধকারী ছাত্র জনতার সাথে তাদের
ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ সেখানে উপস্থিত হয়ে অবরোধকারীদের সাথে
কথাবার্তা বলে পরিস্থিতি শান্ত করে এবং ছাত্র-জনতা তাদের অবরোধ চালিয়ে নিচ্ছে। সকল
প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।
![]() |
রামেসু বাজারে সেটলারদেরদ অগ্নিসংযোগ। |
গুইমারায় সেনা-সেটলার হামলা
এদিকে গুইমারা রামেসু বাজার এলাকায় গুইমারা টাউন হলের সামনে অবরোধ পালনকালে দুপুর ১২টার দিকে সেনাবাহিনী
অবরোধকারী জুম্ম ছাত্র জনতার ওপর গুলি চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে অনেকে মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সেটলার বাঙালিরা পাহাড়িদের দোকানপাটে অগ্নিসংযোগ করে। এতে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এছাড়া দীঘিনালা উপজেলায়ও জুম্ম ছাত্র জনতা অবরোধ পালন করছে বলে খবর পাওয়া
গেছে।
অবরোধের কারণে খাগড়াছড়ি শহর থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।