দুর্লভ খনিজ পদার্থ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান |

Google Alert – সেনাপ্রধান

ওয়াশিংটনের হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের সময় ট্রাম্পের সামনে বিরল খনিজ পদার্থ উপস্থাপন করেন তারা।


গত বৃহস্পতিবার ওভাল অফিসে অনুষ্ঠিত এ বৈঠকের ছবি প্রকাশ হয়েছে। ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প খনিজ পদার্থ রাখা খোলা কাঠের বাক্সের দিকে তাকিয়ে আছেন, আর জেনারেল আসিম মুনির বাক্সটির দিকে ইশারা করছেন। এ সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন।


বৈঠকে আরও উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠককে কয়েক বছরের টানাপোড়েনের পর দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের ‘আন্তরিক প্রচেষ্টার’ প্রশংসা করেন। তিনি ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন এবং পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি সহজতর করার ক্ষেত্রে তার ‘সাহসী ও সিদ্ধান্তমূলক’ নেতৃত্বের প্রশংসা করেন।


বিবৃতিতে আরও বলা হয়, শেহবাজ শরীফ মার্কিন কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও খনিজ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।


এর আগে গত এপ্রিল মাসে পাকিস্তানের এক খনিজ সম্মেলনে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছিলেন, দেশটি যদি প্রাকৃতিক সম্পদ আহরণে সক্ষম হয়, তবে ‘ট্রিলিয়ন ডলারের’ সম্পদ অর্থনীতির আমূল পরিবর্তন আনতে পারে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি সমঝোতা সই হয়েছে। 


টাইমস অফ ইন্ডিয়া


বিডি প্রতিদিন/আশিক

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *