খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু

Samakal | Rss Feed


খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু

সারাদেশ

সমকাল প্রতিবেদক

2025-09-28

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় রোববার গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ খাগড়াছড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।  বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ।

খাগড়াছড়িতে হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। একজন মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হন।’

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। 

খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে শনিবার ভোর থেকে অবরোধ কর্মসূচি চলছে। এ কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

অবরোধ চলাকালে খাগড়াছড়ির গুইমারার রামেসু বাজারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারের পাশের কয়েকটি বসতবাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে কমপক্ষে ২০টি দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে।

‘জুম্ম-ছাত্র জনতা’র সংগঠক দ্বীপায়ন ত্রিপুরা বলেন, পার্বত্য উপদেষ্টাসহ সরকারি শীর্ষ ব্যক্তিদের সঙ্গে যখন জেলা প্রশাসকের অফিসে সভা হচ্ছিল; ঠিক সে সময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ২০-২৫ জন লোক এসে রামেসু বাজার ও বসতবাড়ি লুটপাট করে এবং যাওয়ার সময় আগুন ধরিয়ে দেন। তারা মুখোশ পরা ছিল। এ সময় দোকানপাট ও বসতবাড়ির সঙ্গে অনেকগুলো মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

জুম্ম ছাত্র-জনতা’র সংগঠক সুইচিসাই জানান, দুপুর ১২টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ছররা গুলি ছোঁড়া হয়। এতে ৬-৭ জন গুরুতর জখম হয়েছে।

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *