Jamuna Television
ন্যাটোর যেকোনো আগ্রাসনের পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই হুঁশিয়ারি দেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তিনি বলেন, বারবার রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেয়া হচ্ছে। আমাদের বিরুদ্ধে ন্যাটো ও ইইউ সদস্যদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ তোলা হচ্ছে। যা বরাবরই প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট।
সের্গেই ল্যাভরভ আরও বলেন, তারা নানাভাবে যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন। তবে আমার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে। যা হবে একটি চূড়ান্ত জবাব।
এ সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার বর্বরতার নিন্দাও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পূনর্বহালের বিরোধিতা করেন ল্যাভরভ। ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে ভারত সফর করবেন বলেও নিশ্চিত করেন তিনি।
/এএইচএম