এবার তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধ কর্মসূচি

Bangla News


খাগড়াছড়ির মানচিত্র

খাগড়াছড়ি: ৮ দফা দাবিতে এবার তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জুম্ম ছাত্র-জনতা। এ সময় সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলে জানানো হয়।


রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জুম্ম ছাত্র-জনতা নামে সংগঠনটির ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।


এতে বলা হয়, গুইমারায় দোকানপাট ও বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের নির্মম প্রতিবেদন এসেছে। আমরা এই বর্বরতা ও ন্যায়বিচারের অনুপস্থিতি কঠোরভাবে নিন্দা জানাই ও প্রতিবাদ করছি।


৮ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো এবং সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলে জানানো হয়।


৮ দফার মধ্যে স্কুল ছাত্রীকে ধর্ষণে জড়িত অপর দুজনকে গ্রেপ্তার, শাস্তি ও ভুক্তভোগীকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করা, ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করা এবং ৩০ দিনের মধ্যে আন্দোলনকারীদের তদন্ত প্রতিবেদন দেওয়া, হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা দেওয়া, আন্দোলনে অংশ নেওয়া জুম্ম-ছাত্রদের মুক্তি, ১৪৪ ধারা বাতিল অন্যতম।


দাবিগুলো বাস্তবায়ন না হলে আরো কঠোর ও সুসংগঠিত আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও বিবৃতিতে জানানো হয়।


এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *