বাংলাদেশে বিনিয়োগ তথ্য একত্রিত করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘বাংলা বিজ’

Google Alert – বাংলাদেশ

বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর সেবা ও বিনিয়োগ-সংক্রান্ত তথ্য একত্রিত করে কেন্দ্রীয় ডিজিটাল পোর্টাল ‘বাংলা বিজ’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) যৌথ উদ্যোগে এই ওয়ান স্টপ প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

বিডার জনসংযোগ দপ্তর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বাংলা বিজ পোর্টালে সংযুক্ত রয়েছে বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল। পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের ওয়েবসাইটেও প্রবেশের সুবিধা রয়েছে।

২০২৫ সালের এপ্রিল মাসে বিডার গভর্নিং বডির সভায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই উদ্যোগ গৃহীত হয়। বাংলা বিজ ডিজাইন, উন্নয়ন ও বাস্তবায়নে জাইকা আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করেছে।

বাংলা বিজ-এর প্রথম সংস্করণে থাকবে ল্যান্ডিং পেইজ যেখানে বিনিয়োগ সংক্রান্ত সেবা, সংযুক্ত ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের লিঙ্ক, FAQ এবং যোগাযোগের তথ্য থাকবে। এছাড়া ইন্টারঅ্যাকটিভ ‘How to Apply’ টুল থাকবে, যা বিনিয়োগকারীদের ব্যবসার ধরন ও খাত অনুযায়ী প্রাসঙ্গিক সংস্থা নির্বাচন করতে সহায়তা করবে। ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডের মাধ্যমে সেবা প্রদানকারী কর্মকর্তারা সেবার মান, বিনিয়োগ প্রবণতা ও বিভিন্ন সূচক পর্যবেক্ষণ করতে পারবেন।

জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি বলেন, “ডিজিটাল রূপান্তর শুধু প্রযুক্তিগত নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি কৌশলগত রূপান্তর। বাংলা বিজ বিনিয়োগকারীদের ক্ষমতায়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।”

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “দেশি-বিদেশি ব্যবসায়ীদের অনেক দিনের দাবি ছিল একটি একক বিনিয়োগ পোর্টাল। বাংলা বিজ সেই চাহিদার প্রতিফলন। এটি একটি মাত্র প্রবেশপথ হিসেবে কাজ করবে, যা ব্যবসা শুরু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করবে। আশা করি, এটি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যেও মানসম্পন্ন সেবায় প্রতিযোগিতা সৃষ্টি করবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা বিজের পরবর্তী সংস্করণগুলো এটিকে পূর্ণাঙ্গ ইনভেস্টর সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্মে রূপান্তরিত করবে, যার মধ্যে থাকবে বিজনেস স্টার্টার প্যাকেজ, বাংলা বিজ আইডি এবং সম্পূর্ণ ডিজিটাল কর্মানুমতি ও নিরাপত্তা ছাড়পত্র সেবা। এটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর আন্তঃসংযোগ নিশ্চিত করবে।

বিশ্বের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে জাইকা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বেসরকারি খাতের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। বাংলা বিজ এই প্রচেষ্টার ধারাবাহিকতা, যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানসম্পন্ন বিনিয়োগ আকর্ষণ এবং আধুনিক ও জনবান্ধব সেবা প্রদানে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অর্থসূচক/

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *