আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

Google Alert – আর্মি

সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন ও মাদক ব্যবসায়ী সোনা মিয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানায় মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গভীর রাতে শিল্পাঞ্চলের জামগড়া ও রূপায়ন এলাকায় পৃথক অভিযান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়ার হোসেন (২০), সোনা মিয়া (৪৫), আশরাফুল (১৮), বড় বাবু (১৯), ছোট বাবু (১৭) এবং আকাশ (১৮)। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

অভিযানে জব্দ করা হয়েছে- ১৬টি দেশীয় অস্ত্র, ৫টি ধারালো অস্ত্র, ৫ পট গাঁজা, ৮টি মোবাইল ফোন ও ৪৮টি সিমকার্ড।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা জামগড়া, ভাদাইল ও রূপায়ন এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অনলাইন জুয়া’সহ বিভিন্ন কর্মকান্ডে জড়িত তারা। এই অপরাধ চক্রের ভয়ে ভীত এলাকার সাধারণ মানুষ।

সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে জানায়, গভীর রাতে জামগড়া প্রাইমারি স্কুল, বটতলা ও রূপায়ন এলাকায় পাঁচ দফা অভিযান চালানো হয়। অভিযানে কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইয়ার হোসেন ও সোনা মিয়ার নামে অস্ত্র’সহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তাদের বিরুদ্ধে মারধর, নির্যাতন এবং প্রাণনাশের হুমকির মতো অভিযোগ উঠে আসে। গত কয়েকদিনে একাধিক ভুক্তভোগী এসব অভিযোগ জানালে বিষয়টি আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের নজরে আসে।

পরে অভিযান চালিয়ে এসব অপরাধীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামতসহ আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের আশুলিয়া থানার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *