প্রথম আলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমানকে (শিপন) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বুড়িচং বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি জানান, হাবিবুর রহমানের গ্রামের বাড়ি বুড়িচং উপজেলায় হরিপুর গ্রামে।