আরেক সীমান্তে বেড়া দিয়েছে বিএসএফ, বিজিবির প্রতিবাদে সরিয়ে নেওয়ার আশ্বাস

Bangla Tribune

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিজিবি-বিএসএফ বৈঠকে করেছে। সেখানে তারা কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধসহ সেটি তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে বিজিবিকে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) কুয়াশাচ্ছন্ন ভোরে বিজিবির হাটখোলা ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের শূন্য রেখা থেকে প্রায় ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেন বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে তারা এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় তারা। 

এ নিয়ে দিনভর বিএসএফ নিশ্চুপ থাকলেও বিকালে সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসেন দুই সীমান্ত রক্ষী বাহিনী। সেখানে সিদ্ধান্ত হয়, বিএসএফ কাঁটাতারের বেড়া সরিয়ে নেবে। তবে বুধবার সকাল পর্যন্ত তারা বেড়া সরিয়ে নেয়নি।

গত বছরের ১৯ অক্টোবর একই স্থানে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। পরে বিজিবির বাধায় বেড়া দিতে পারেনি। বার বার সীমান্তে এমন ঘটনায় আতঙ্কে দিন কাটছে সীমান্ত এলাকার মানুষের।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার উভয় পাশে ১৫০ গজের মধ্যে বেড়া দেওয়ার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের আনুমানিক ১৫/২০ ফুট দূরে ভারতের অভ্যন্তরে আবারও প্রায় ১০০ ফুট কাঁটাতারের বেড়া নির্মাণ করেন বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা। এ নিয়ে পতাকা বৈঠকে বসে বিজিবি-বিএসএফ। সেখানে কাজ বন্ধ রাখাসহ কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশের হাটখোলা ২০ বিওপির নায়েব সুবেদার শাহ-জাহান সরকার বলেন, পূর্ব উচনার ঘোনাপাড়া সীমান্তের ২৮১ পিলারের সাব পিলার ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের শূন্যরেখার কাছাকাছি স্থানে ভারতীয় বিএসএফ কিছু অংশে প্রায় ১০০ ফুট তারকাঁটা দিয়ে বেড়া নির্মাণ করে। জানতে পেরে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে বিকালে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসা হয়। বৈঠকে  বিএসএফ বুধবার বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *