নাটোরে অবৈধ কারখানা সিলগালা, দুই কোটি টাকার মালামাল জব্দ

jagonews24.com | rss Feed

নাটোরে লাইসেন্সবিহীন কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। আলফা বায়োটেকনোলজি ফিড লিমিটেডের নামের কারখানাটিতে মাছের খাবার ও অন্যান্য উপকরণ তৈরি হতো।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত দশটার দিকে এনএসআইয়ের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম নাটোর শহরের বলারীপাড়া রাজার পুকুর পাড় এলাকায় এ অভিযান চালায়।

কারখানার মালিক রিপণ মণ্ডলের বাগড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বর্ষাবাড়ি গ্রামে। অভিযানকালে তাকে পাওয়া যায়নি।

সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, অবৈধভাবে মাছের বিভিন্ন ধরনের খাবার ও প্যাকেটজাত উপকরণ প্রক্রিয়াজাত করছিল। তারা খাদ্য উৎপাদনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এজন্য কারখানাটির সিলগালা করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, জব্দ করা উপকরণগুলোর গুণগত মান যাচাই না করে এখনই কিছু বলা সম্ভব না। যেহেতু মালিক উপস্থিত ছিল না তাই পরবর্তীতে তদন্ত করে অভিযুক্ত রিপন মণ্ডল ও লাইসেন্সবিহীন কোম্পানির বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *