Independent Television
খোলা জায়গা আর বাতাসের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এত সময় লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার রাতে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
জাহেদ কামাল বলেন, ‘সবচেয়ে বড় প্রব্লেম ছিল বাতাস। ফলে অক্সিজেনের একটা প্রভাব ছিল। নিচে আপনারা হয়ত দেখেছেন আগুন অল্প কিন্তু বাতাসে এটা উপরে গিয়েছে। প্রথম সমস্যা ছিল বাতাস, দ্বিতীয় হচ্ছে ভেতরে জায়গাগুলো খোপ খোপ করে করা। আবার ভেতরে দেয়াল দেওয়া ফলে প্রত্যেকটা খোপ ক্লিয়ার করে আমাদের আগুন নেভাতে হয়েছে। আর কিছু কার্গো ছিল খোলা জায়গায়, সেগুলোতে বাতাসের কারণে খুব সহজেই আগুন লেগে যায়।’
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘এটা হয়েছে আমদানি কার্গো যে রাখার জায়গা। আনুমানিক চারশ’ গজ বাই চারশ’ গজের মতো জায়গা। যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে। এবং আমরা সেগুলোতেই আগুন নিবারণের কাজ করেছি।’
আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো কাজ করে যাচ্ছি। আমরা আগুন সম্পূর্ণ নিবারণ না হওয়া পর্যন্ত এখানে থাকব। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ডওভার করে আমরা চলে যাব। আরো একটু বলতে চাই। আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আমাদের বিমানবাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি। তারা বিভিন্নভাবে আগুন নিবারণের কাজে আমাদের সহযোগিতা করছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল, জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘আগুনের সূত্রপাতটা আমরা এখনো, এটা আগুন নিবারণের পরে বলা যাবে। তদন্ত সাপেক্ষে। এখনই আমরা এটা বলতে পারছি না।’
শনিবার দুপুরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
