দেশ রূপান্তর
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সরকার বাড়িভাড়া ভাতা ১৫ ভাগ করায় আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানে ফিরেছেন শিক্ষকরা। এতে করে বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা তেমনি বিদ্যালয়ে কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে। এদিকে বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে শনিবার বিদ্যালয়ে ক্লাস নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা।
আন্দোলন কর্মসূচী প্রত্যাহারের ফলে বুধবার (২২ অক্টোবর) সকাল থেকেই বাংলা হিলি পাইলটস্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা স্কুলে এসে স্ব স্ব ক্লাসে পাঠদান শুরু করেছেন। এতে করে ৯ দিন বন্ধের পর আবারো স্কুলে ক্লাস শুরু হয়েছে। স্কুল খোলার খবরে সকাল থেকেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেন এবং ক্লাস করতে পারায় দারুণ খুশি শিক্ষার্থীরা। তবে অনেকেই সিদ্ধান্তের বিষয়টি না জানায় প্রথমদিন উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। প্রসঙ্গত, মুলবেতনের ২০ ভাগ বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিনদফা দাবিতে আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুন বলেন, শিক্ষকদের আন্দোলন চলার কারনে গত নয় দিন ধরে আমাদের স্কুলে কোন ক্লাস হয়নি। আমরা স্কুলে এসেছিলাম কিন্তু গত কয়েকদিন ধরেই নিয়মিতভাবে ক্লাস না হওয়ায় বাড়ি ফিরে যেতে হয়েছিল। স্যারদের আন্দোলন শেষ হয়ে যাওয়ায় আজ থেকে আবারো বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে আমরা ক্লাস করতে পারছি যার কারনে খুব ভালো লাগছে।
অপর শিক্ষার্থী নাঈম আহমেদ বলেন, গত ৯ দিন ধরে স্যারদের আন্দোলন চলার কারণে আমাদের স্কুলে কোন ক্লাস বা পরীক্ষা কোনকিছুই হয়নি। সরকার স্যারদের দাবি মেনে নেওয়ায় তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে যার কারনে আজ থেকে স্কুলে ক্লাস শুরু হয়েছে। সকাল থেকে নিয়মিত ক্লাস হচ্ছে এতে করে আমরা সকলেই খুব আনন্দিত। তবে আমাদের বন্ধু বান্ধবীরা অনেকেই আজ স্কুল খোলার বিষয়টি জানেনা যার কারনে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। আগামীকাল থেকে সকলেই বিদ্যালয়ে আসবে সেক্ষেত্রে উপস্থিতি বাড়বে।
বাংলাহিলি পাইলট স্কুল আ্যন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রশীদ বলেন, মুলবেতনের ২০ ভাগ বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিনদফা দাবীতে আন্দোলন চলমান থাকায় গত ৯ দিন ধরে আমাদের বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখেন শিক্ষকরা। গতকাল দুপুরের পর সরকার আমাদের দাবি মেনে নেওয়ায় কেন্দ্রীয়ভাবে সেই কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে আজ সকাল থেকে শিক্ষকরা আবারো পাঠদানে ফিরেছেন যার কারনে স্কুলে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। কয়েকদিন বন্ধের আজ ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি আগামীকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। সেই সাথে গত ৯ দিন পাঠদান বন্ধের ফলে শিক্ষার্থীদের পড়ালেখার যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে শনিবার ক্লাস নেওয়া হবে।
