ভারতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি আটক

দেশ রূপান্তর

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা (২৩) নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (২২ অক্টোবর) রাতে হিলি সীমান্ত সংলগ্ন হিলি রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। আটক সোহানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মিজানুর রহমানে সন্তান। তবে বর্তমানে সে গাজীপুরের জয়দেবপুর উপজেলা সদরের চা বাগান এলাকার বাসিন্দা। 

বিজিবি সূত্রে জানা যায়, সোহানা নামের তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি গতকাল বুধবার রাতে হিলি সীমান্ত সংলগ্ন রেলস্টেশন এলাকা দিয়ে বিজিবির চোখ ফাকি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এসময় কর্তব্যরত বিজিবি সদস্য তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করেছে বিজিবি। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে বিজিবি সদস্যরা এক বাংলাদেশিকে আটক করে গতকাল রাতে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরপূর্বক আমাদের নিকট হস্তান্তর করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *