Independent Television
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে বাকের ফেসবুক পোস্টে এ অভিযোগ জানান।
বাকের বলেন, ‘কিছুক্ষণ আগে, ৮টা ২৩/২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি, দোয়া করবেন।’
এ বিষয়ে এখনও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) বিলুপ্ত করে জাতীয় ছাত্রশক্তি নাম রাখা হয়। এর মধ্য দিয়ে এনসিপির ছাত্র সংগঠন রূপ নেয় বাগছাস থেকে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়করা ছাত্র সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ রাখেন। গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার সময় থেকেই আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আবু বাকের মজুমদার।
