Hill Voice on Facebook
টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জুম্ম জনগণের বিক্ষোভ
হিল ভয়েস, ২৫ অক্টোবর ২০২৫, আন্তর্জাতিক ডেস্ক: দেরিতে পাওয়া প্রতিবেদন অনুসারে জানা গেছে যে, গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে, জুম্ম জনগণ তাদের জাপানি বন্ধুদের সাথে নিয়ে টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জন্য ন্যায়বিচার দাবি করে।
খাগড়াছড়ি এবং গুইমারায় ২৭ এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নৃশংস হামলার প্রতিবাদে- যেখানে জুম্মদের বাড়িঘর এবং দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছিল, বেশ কয়েকজন নিহত হয়েছিল এবং অনেকে আহত বা বাস্তুচ্যুত হয়েছিল-এর প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।
বিক্ষোভকারীরা “পার্বত্য চট্টগ্রামে সামরিকায়ণ বন্ধ করুন” এবং “আদিবাসীদের জন্য ন্যায়বিচার চাই” লেখা ব্যানার ধরেছিল। তারা অভিযোগ করেছিল যে, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি এবং ভয়, সামরিক টহল এবং ভূমি বেদখল পাহাড়ের দৈনন্দিন জীবনে এখনও নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা উল্লেখ করেন যে, খাগড়াছড়িতে এক কিশোরী মারমা মেয়েকে ধর্ষণের পর সাম্প্রতিক সহিংসতা শুরু হয়েছিল। ধর্ষকদের শাস্তি দেওয়ার পরিবর্তে, সেনাবাহিনী এবং বাঙালি সেটেলাররা আদিবাসী গ্রামগুলিতে আক্রমণ চালায়। জুম্ম জনগণের কয়েক ডজন বাড়িঘর এবং দোকান পুড়িয়ে দেওয়া হয়, যার ফলে অনেক জুম্ম পরিবার আবারও গৃহহীন হয়ে পড়ে।
টম এস্কিল্ডসেন এবং জুম্মনেটের সাধারণ সম্পাদক নোজুমি ইনাগাওয়া বিক্ষোভে উপস্থিত ছিলেন এবং আদিবাসী জুম্ম জনগণের সাথে দৃঢ় সংহতি প্রকাশ করেন। তারা বলেন যে জাপান যদি সত্যিই শান্তি এবং মানবাধিকারের পক্ষে থাকে, তাহলে জাপানের সাহায্য এবং সহযোগিতা কখনই অন্যায়ের হাতিয়ার হওয়া উচিত নয়।
বিক্ষোভকারীরা জাপান সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানান যে, তারা যেন বাংলাদেশকে পার্বত্য চট্টগ্রাম থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে এবং আদিবাসীদের ভূমি ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য আহ্বান জানান।
বিক্ষোভকারীরা জাতিসংঘের কাছে জোরালোভাবে আবেদন জানান যে, তারা যেন বাংলাদেশ থেকে শান্তিরক্ষী বাহিনী গ্রহণ না করে, এই যুক্তি উপস্থাপন করে যে, যে দেশ দেশে শান্তি বজায় রাখতে অক্ষম, সে দেশ বিদেশে বিশ্বাসযোগ্য শান্তিরক্ষী হতে পারে না।
https://hillvoice.net/bn/%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%95%e0%a6%bf%e0%a6%93%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d/
HHill Voice#humanrights
#indigenous
#newsfeed
#ChittagongHillTracts
#news
#japan
টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জুম্ম জনগণের বিক্ষোভ
(Feed generated with FetchRSS)
