রুমার এক গ্রামে কেএনএফ সশস্ত্র সদস্যদের চাঁদা দাবি ও হুমকি – হিল ভয়েস

হিল ভয়েস

হিল ভয়েস, ১১ ডিসেম্বর ২০২৪, বান্দরবান: গত ৯ ডিসেম্বর ২০২৪ রাত আনুমানিক ৯:৩০ টার দিকে বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ১৮ জনের একটি সশস্ত্র দল বান্দরবান জেলার রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঞংক্ষ্যং ওয়া পাড়া গ্রামে প্রবেশ করে ৫০ হাজার টাকা ও ১০ মন চাউল চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রামবাসীর সূত্রে জানা যায়, আগামী এক সপ্তাহের মধ্যে ঐ টাকা ও চাল কেএনএন সদস্যদের দিতে হবে, না হলে সমস্যা হবে বলে হুমকি দেয় কেএনএফ সন্ত্রাসীরা।

এদিকে ওই এলাকার জনগণ সবাই গরীব চাষী বলে জানা যায়। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পরিস্থিতির কারণে আয়-উপার্জন কমে যাওয়ায় কেএনএফের ঐ দাবি তারা কিভাবে পূরণ করবে তা নিয়ে গ্রামবাসীরা উদ্বিগ্ন বলে জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *