সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ ডিসেম্বর ২০২৪

jagonews24.com | rss Feed

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়াজুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। তবে ইসরায়েলের এমন হামলার নিন্দা জানালো রাশিয়া।

বিস্ফোরণে আফগানিস্তানের শরণার্থী মন্ত্রী নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির শরণার্থীবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) তালেবান এ তথ্য নিশ্চিত করেছে।

বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। এর আগে দামেস্কে আসাদের বাসভবনে ভাঙচুর চালায় সাধারণ জনতা।

বিশ্ববাজারে কফির দাম রেকর্ড সর্বোচ্চ

বিশ্ববাজারে কফির দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে কফি প্রেমীদের সকালের নাস্তা আরও ব্যয়বহুল হতে পারে।

সিরিয়ায় শিগগির দূতাবাস পুনরায় চালু করবে কাতার

বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তারা দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরার আহ্বানও জানানো হয়েছে।

তুরস্ক-লেবানন থেকে ফিরতে শুরু করেছে সিরিয়ার শরণার্থীরা

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লাখ লাখ নাগরিক প্রতিবেশীগুলোতে আশ্রয় নিয়েছিল। বিশেষ করে তুরস্ক ও লেবাননে। ইউরোপের দেশগুলোতেও বিপুল সংখ্যক সিরিয়ার নাগরিক শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। দীর্ঘ গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

সিরীয় শরণার্থীদের দেশে ফেরার আহ্বান নতুন প্রধানমন্ত্রীর

সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আল-বশির। তিনি বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। ইতালির করিয়ের ডেলা সেরা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, সিরিয়ার সব মানুষ ও সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা হবে।

সিরিয়ায় যা ঘটছে তা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ষড়যন্ত্র: খামেনি

সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এমনকি একটি প্রতিবেশী রাষ্ট্রও এক্ষেত্রে ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।

জেলখানায় আত্মহত্যার চেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক মন্ত্রীর

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিসে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওলের সামরিক আইন ঘোষণার তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এদিকে, এই ঘটনায় গ্রেফতার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন জেলখানায় আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এমএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *