মাদারীপুরে আধিপত্য নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ,

Bangla News

মাদারীপুর: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৮ টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বসতঘরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ।


জানা গেছে, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব রাস্তি গ্রামের হাকিম বেপারীর সঙ্গে একই এলাকার মিঠু হাওলাদারের বিরোধ চলে আসছে। এরই জেরে রাতে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ভাঙচুর করা হয় ঘরবাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা বলেন, ‘এলাকার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।


বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *