খাগড়াছড়িতে ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

CHT NEWS


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ
ও হত্যাচেষ্টাকারী গোপীনাথ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর ২০২৪) সকালে খাগড়াছড়ি
প্রেসক্লাবের সামনে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের আয়োজনে এ মানববন্ধন করা হয়। এতে শিক্ষকসহ
বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয়
কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা’র
  বক্তব্য দেন, খাগড়াছড়ি
আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক বিম্বীসার খীসা, টিআইবি-খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমান, উইমেন অ্যাকটিভিস্ট
ফোরামের প্রতিনিধি পিংকি বড়ুয়া, উইমেন রিসোর্স নেটওয়ার্ক জেলা সমন্বয়কারী নমিতা চাকমা,
খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, সাংবাদিক চিংমে প্রু মারমা, বাংলাদেশ ত্রিপুরা
যুব কল্যাণ সমিতির প্রতিনিধি নক্ষত্র ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের
প্রতিনিধি উক্যনু মারমা।


মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের জঘন্য অপরাধ
সমাজে নারীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে
এমন অপরাধের পুনরাবৃত্তি ঘটবে।

মানববন্ধন থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক
শাস্তি এবং ভুক্তভোগীর সুচিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত
ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন শেষে মিছিল সহকারে গিয়ে জেলা প্রশাসকের
মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন আয়োজকরা।

স্মারকলিপিতে ৫ দফা দাবি জানান তারা। দাবিগুলো
হলো- ১. অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করা; ২. ভুক্তভোগীর
উন্নত চিকিৎসা নিশ্চিত করা; ৩. ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা
নেওয়া; ৪. ধর্ষণ ও নির্যাতনের শিকারদের জন্য হাসপাতালগুলোতে বিশেষায়িত সেবা কেন্দ্র
প্রতিষ্ঠা; ৫. ভুক্তভোগী শিক্ষার্থীর শিক্ষার সম্পূর্ণ ব্যয় সরকারিভাবে বহন করা।

ঘটনার বিষয়ে জানা গেছে, গত ২৭ নভেম্বর খাগড়াছড়ি
সদর – দীঘিনালা সড়কের পাঁচ মাইল যৌথখামার এলাকায় উক্ত ধর্ষণের ঘটনাটি ঘটেছে। ঐদিন
বিকাল সাড়ে ৫টার সময় মোবাইলে টাকা রিচার্জ শেষে দোকান থেকে
বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া ওই ত্রিপুরা ছাত্রীকে মুখ ও চোখ চেপে ধরে একটি বাগানে
নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে গোপীনাথ ত্রিপুরা। এতে ভুক্তভোগী অচেতন
হয়ে পড়লে মারা গেছে ভেবে সে (ধর্ষক) তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা অচেতন ও মুমুর্ষূ অবস্থায় ওই
ছাত্রীকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে
পরে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে
চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে খাগড়াছড়ি
সদর থানায় মামলা দায়ের করলে গত ২৯ নভেম্বর পুলিশ অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরাকে (২২)
গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *