ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পঞ্চগড় সীমান্তে ৩ বাংলাদেশি আটক

RisingBD – Home


পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২৫  


সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলা সদরের আলমপুর গ্রামের শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), তার কন্যাশিশু এবং তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি এলাকার সাদ্দাম (৩০) হোসেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাঁটার ১টি প্লাস, ২টি মোবাইল ফোন, এক জোড়া রুপার নূপুর ও নগদ ২০ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। সাদ্দাম হোসেন ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করছিলেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘‘আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/নাঈম/রাজীব

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *