চ্যানেল আই অনলাইন
রাজধানীর পল্টনে বিজয়নগর বটতলা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক সাজু মিয়া হত্যার ঘটনার মূল আসামি রোকন মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।
মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যে সাজুকে ছুরি দিয়ে আঘাত করা হয়, পরে সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে সাজুকে হত্যা করার দাবি করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল হক মল্লিক।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কাঁটাবিল চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে রোকন মিয়াকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম ।
আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল হক মল্লিক।

তিনি বলেন, গত ২১ জানুয়ারি পল্টনের বিজয়নগর বটতলা এলাকায় কতিপয় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক মোহাম্মদ সাজু মিয়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রোকন হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

রোকন জানান তার সাথে থাকা আসিফুজ্জামান লিসান, মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ সজীবকে নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে সুইচ গিয়ার চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোহাম্মদ সাজুকে হত্যা করে তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোনটি মতিঝিল এলাকার ফুটপাতের এক অজ্ঞাত ব্যবসায়ীর কাছে বিক্রি করে।
ডিবি প্রধান বলেন, পরে রোকন মিয়াকে সাথে নিয়ে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ও ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।