বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন

আদাবরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. জিহাদ সরদার (২২), রবিউল (২০), মো. স্বপন (২২), মো. কাঞ্চন (৪২), মো. নাজমুল হোসেন (২২), মো. মাসুদ রানা (২৪), মো. ফয়সাল (২০) ও মো. ইউসুফ আলী (১৮)।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন: গতকাল শুক্রবার  বিকাল থেকে রাত পর্যন্ত আদাবর থানার সুনিবিড় হাউজিং ও বেড়ীবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, আদাবরের সুনিবিড় হাউজিং ও বেড়ীবাঁধ এলাকায় পাঁচ ঘন্টা ব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

GOVT

তিনি আরও বলেন,  গ্রেপ্তার এই কিশোর গ্যাংয়ের সদস্যদের নামে রাজধানীর আদাবরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টার একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে দুজন দস্যুতার চেষ্টার মামলার একাধিক চার্জশীটভুক্ত আসামি।  তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিশোর গ্যাংয়ের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *