সিরিয়ায় গৃহযুদ্ধের মূল হোতা আতেফ নাজিব গ্রেপ্তার

Amarbangla Feed

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচাতো ভাই এবং দারা শহরের সাবেক নিরাপত্তাবিষয়ক প্রধান আতেফ নাজিবকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৩১ জানুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য জানিয়েছে।


তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আতেফের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর-পশ্চিম সিরিয়ার লাতাকিয়ার জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফা নেফাতি।


তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল আতেফ নাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ছিল জননিরাপত্তা অধিদপ্তর ও সামরিক বাহিনীর যৌধ অভিযান।’


মুস্তাফা নেফাতি আরো জানান, আতেফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে। তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এবং ওই এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার জন্য অভিযানটি পরিচালনা করা হয়েছে।


আতেফ নাজিবের যথাযথ বিচারের জন্য এরই মধ্যে তাকে সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফা নেফাতি।


সিরিয়া টিভিসহ স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বশার আল আসাদের চাচাতো ভাই ও জাবলেহে শহরে জন্মগ্রহণকারী আতেফ নাজিব অত্যন্ত নিষ্ঠুর শাসক হিসেবে পরিচিত ছিলেন।


অভিযোগ রয়েছে, ২০১১ সালে তিনিই প্রথম নিরীহ বেসামরিক মানুষদের ওপর সহিংসতা চালিয়েছিলেন। এরপরই গৃহযুদ্ধ দানা বাঁধতে শুরু করেছিল সিরিয়ায়।


আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে দারার শিক্ষার্থীরা আতেফ নাজিবের বিরুদ্ধে দেয়ালে স্লোগান লিখেছিল। এই ‘অপরাধের জেরে’ তিনি কয়েকজন শিক্ষার্থীকে তুলি নিয়ে গিয়ে ব্যাপক নির্যাতন করেছিলেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ এবং রাস্তায় নেমে আসে। এভাবে গৃহযুদ্ধের সূত্রপাত হয় সিরিয়ায়।


আতেফ নাজিব সামরিক একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর গোয়েন্দা পরিষেবায় যোগ দিয়েছিলেন। এরপর তিনি দারায় রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান পদে অধিষ্ঠিত হন।


আমারবাঙলা/জিজি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *