প্রথম আলো
নিখোঁজ শিশুদের মা মিনোয়ারা বেগম বলেন, ‘আমাকে না বলেই ওরা গোসলে গেছিল। আশপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। হায় আল্লাহ এ আমার কী হয়ে গেল।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, ভাই-বোন নিখোঁজের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছেন। বিকেল পাঁচটা পর্যন্ত নিখোঁজ শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলছে।
এদিকে দুই শিশুর নিখোঁজের খবরে নদের দুই পাড়ে ভিড় করে উৎসুক জনতা। জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, দুই শিশুর নদে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।