উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Amarbangla Feed

কোনো আগাম নোটিশ ছাড়াই সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ।


গত মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি দেন সংগঠনটির রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান রতন।


এ ঘোষণার কারণে হঠাৎ করে পেট্রল পাম্পগুলোতে যানবাহনের জ্বালানি তেল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একের পর এক পাম্পে ঘুরেও পেট্রল না পাওয়ার কারণ সম্পর্কেও তারা জানেন না। পাম্পের ম্যানেজাররাও এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না।

পাম্প বন্ধের বিষয়ে মোবাইল ফোনে অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান জানান, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।


এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রল পাম্প মালিকগণ চরম হতাশ ও ক্ষুব্ধ। তারা এই অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানান। তবে শিগগিরই বিপিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরই দাবিতে বুধবার সকাল থেকে রাজশাহী-রংপুর বিভাগের ১৬ জেলায় পাঁচ শতাধিক পেট্রল পাম্প বন্ধ রাখা হয়েছে।


আমারবাঙলা/জিজি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *