প্রথম আলো
মানববন্ধনে বিএনপির নির্যাতিত নেতারা বলেন, ‘আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা জেল–জুলুম–নির্যাতনের শিকার হয়েছি। বিএনপিকে অন্তরে ধারণ করেছি বলে জেল-জুলুম খেটেছি। কিন্তু কয়েক দিন আগে যাঁরা আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন, তাঁরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দালালি করেছেন। সেই আওয়ামী লীগের দালালি করা লোকজন এখন পদ–পদবি নিয়ে বিএনপিকেই অপমানিত করছে।’
মানববন্ধনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মামলা-হামলায় নির্যাতিত নেতাদের মধ্যে বক্তব্য দেন গাজী আবু তাহের, মো. আবদুল মাবুদ, ইব্রাহিম সওদাগর, ইয়াসিন আরফাত, এস এম নয়ন, চৌধুরী হারুন, আলম খান, ওবায়দুল হক, মাকসুদুল হক প্রমুখ।