কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা

BD-JOURNAL

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। আমরা সংবাদ পেয়েছি আটটার দিকে।”

“আমরা যাওয়ার পর কাউকে পাই নাই, ততক্ষণে ওরা চলে গেছে সবাই” জানিয়ে তিনি বলেন যে সেখানকার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

এদিকে সেখানকার এক স্থানীয় সাংবাদিক জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে কয়েকশো জনতা মিলে এ ঘটনা ঘটায়, যা রাত সাড়ে ১১টার পরেও চলমান থাকে।

তিনি জানান, “ওই বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট…সবকিছু হয়েছে। কোনোটি বাদ যায়নি।”

বাড়িতে হামলার যেসব ভিডিও বিবিসি বাংলা হাতে পেয়েছে সেখানে দেখা গেছে, হামলাকারীরা শাবল-লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করছে। আগুনে বিভিন্ন আসবাবপত্র পোড়াচ্ছে।

কাউকে কাউকে “দে দে, আগুন দে” বা “আগুন জ্বালো” বলে চিৎকার করতেও দেখা গেছে।

একই দিনে, স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ জার্নাল/এনবি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *