RisingBD – Home
প্রকাশিত: ১৫:০১, ৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৫:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫
দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর থেকে সুপ্রিম কোর্টের আশপাশ ঘিরে রেখেছেন র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তারা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে। হাইকোর্ট প্রঙ্গণে ম্যুরাল ভাঙা হতে পারে এমন খবরে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই এলাকায় র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
ঢাকা/রায়হান/মাকসুদ/ইভা