গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা, আটক ১৬

Bangla News

গাজীপুর: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।


শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান ওই ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে এ তথ্যটি জানান।


এ সময় তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। ব্যর্থতা স্বীকার করছি। পাশাপাশি আমি আপনাদের আশ্বাস দিতে চাই যারা ছাত্রদের ওপর আঘাত করেছে তার প্রত্যেকটা আঘাতের প্রতিঘাত দিতে চাই। এক এক করে তাদের খুঁজে বের করবো। আজ রাতে চিরুনি অভিযান হবে, এ অভিযানের মাধ্যমে প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করা হবে।


জানা গেছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রম এলাকার বাড়িতে ছাত্র জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ঘটনায় ছাত্র-জনতার ১৬ জন আহত হন।


বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫।  

আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *