কাফরুলে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

Bangla News

ঢাকা: রাজধানীর কাফরুল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।  


গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ রাসেদুল আলম জুম্মা (৪৫) ও মো. আশরাফ আলী (৪৯)।


শনিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


তিনি জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় কাফরুল থানার ইব্রাহিমপুর আনন্দ রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্রাজিলে তৈরি একটি  ৯ এম. এম. তরাশ পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি আইফোন উদ্ধার করা হয়।  


কাফরুল থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাফরুল থানার ইব্রাহিমপুর আনন্দ রোডে অপরাধ সংঘটনের উদ্দেশে দুইজন অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত ওই স্থানে অভিযান পরিচালনা করে কাফরুল থানার একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় রাসেদুল আলম ও আশরাফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্রাজিলের তৈরি একটি  ৯ এম. এম. তরাশ  বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি আইফোন উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তাররা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।


বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫

এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *