রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচন চাওয়ার অধিকার রয়েছে: আসিফ নজরুল

RisingBD – Home


রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫  
আপডেট: ২২:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল


রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচন চাওয়ার অধিকার রয়েছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চায়, এটিতে তাদের অধিকার আছে বলে মনে করি। তারা দ্রুত বলতে কী এটা কিন্তু নির্দিষ্ট করে বলেনি। প্রধান উপদেষ্টার পক্ষে প্রেস সচিব বারবার নিশ্চিত করেছেন ডিসেম্বর অথবা জুনে নির্বাচন হতে পারে। তবে জুনের ক্ষেত্রে বর্ষা মৌসুম আরো দুই-তিন মাস এগিয়ে এপ্রিল হতে পারে, মার্চে হতে পারে। এটি প্রথম থেকেই পরিষ্কার করা।”

রমজানের মধ্যেও সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আলোচনা করতে আগ্রহী। তারা রাজি থাকলে রোজার মধ্যেও আলোচনা চলমান থাকতে পারে।”

সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, “ইতোমধ্যে ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইনে আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছেন। যা আগামী নির্বাচনের আগে করা যেতে পারে। আশু করণীয় কিছু বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যের প্রয়োজন হবে। ফেব্রুয়ারি মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে।”

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

ঢাকা/এসবি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *