রাঙ্গামাটিতে সেটেলার কর্তৃক জুম্মর জায়গা দখলের অভিযোগ

Hill Voice on Facebook

রাঙ্গামাটিতে সেটেলার কর্তৃক জুম্মর জায়গা দখলের অভিযোগ

হিল ভয়েস, ৮ ফেব্রুয়ারি ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের ২নং ওয়ার্ডের গবঘোনায় সেটেলার কর্তৃক এক জুম্মর জায়গা দখল করে রেস্টুরেন্ট করার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী জায়গা মালিকের নাম জ্ঞান লাল চাকমা (৫৫), পীং- মৃত খগেন্দ্র চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, এতদিন উত্তরাধিকার সূত্রে জ্ঞান লাল চাকমা তার পিতৃ সম্পত্তি ভোগ দখল করে আসছে। গত ২৫ জানুয়ারি, গবঘোনা বাঙালি পাড়ার সেটেলার মো:জহির (৫৮) পীং- আমজাদ হোসেন, মো:মাইউদ্দিন (৩৫), পীং- মৃত মাহবুব আলম, মো: ইকবাল (৩২),পীং- মোঃ তোতামিয়া উক্ত ভোগদলীয় জায়গায় রেস্টুরেন্ট তৈরী করছে।

জানা যায়, গবঘোনা সেনা ক্যাম্প ও জীবতলী সেনা ক্যাম্প হতে তাদের পূর্ণ সহযোগিতা করা হচ্ছে উক্ত জায়গাটি দখলের জন্য। আরো জানা যায়, স্থানীয় হেডম্যান ও কার্বারীদের হুমকি দেওয়া হচ্ছে সহযোগিতা না করার জন্য।
https://hillvoice.net/en/bn/2025/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *