চ্যানেল আই অনলাইন
এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ২ সদস্যও নিহত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজ্যের বিজাপুর জেলার জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে এই সংঘর্ষ হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে নিহত মাওবাদীর সংখ্যা ১২ জন বলে জানানো হলেও, পরে বস্তারের পুলিশ মহাপরিদর্শক পি সুন্দররাজ নিশ্চিত করেন মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে।

গত ৩১ জানুয়ারি বিজাপুরে অন্য এক অভিযানে ৮ জন মাওবাদী নিহত হয়েছিল, যার ফলে এই অভিযানে আরও এক বড় সংঘর্ষ ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গত শুক্রবার গোপন সূত্রে ‘পশ্চিম বস্তার ডিভিশনের’ মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে যৌথ অভিযান শুরু করা হয়। এই নিরাপত্তা অভিযান কেন্দ্রীয় সরকারের ২০২৬ সালের মধ্যে ‘মাওবাদ নির্মূল’ করার অঙ্গীকারের অংশ বলেও জানান তিনি।