কিশোরগঞ্জে বিজয়ের নিশান উড়েছিল ১৭ ডিসেম্বর

RisingBD – Home


কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৭ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ১৬:৩০, ১৭ ডিসেম্বর ২০২৪


কিশোরগঞ্জ মুক্ত দিবস আজ। ৫৩ বছর আগে এই দিনটিতে অর্থাৎ ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ হানাদার মুক্ত হয়েছিল। যেখানে ১৬ ডিসেম্বরের মধ্যেই দেশের বেশির ভাগ জায়গা শত্রুমুক্ত হয়, সারাদেশে যখন চলছিল বিজয়ের আনন্দ মিছিল- তখনো সেই বিজয়ের স্বাদ নিতে পারেনি কিশোরগঞ্জবাসী। সেদিনও কিশোরগঞ্জ শহর ছিলো স্থানীয় পাক দোসরদের শক্ত ঘাঁটি। তারা উড়াচ্ছিল পাকিস্তানের পতাকা। 

অবশেষে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয় স্থানীয় আলবদর-রাজাকারের দল। কিশোরগঞ্জে উড়ানো হয় বিজয় নিশান। সেই মাহেন্দ্রক্ষণটি ছিল ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর।

১৬ ডিসেম্বর দিবাগত রাতে বীর মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণ ও গোলাগুলিতে বিনিদ্র রাত কাটান কিশোরগঞ্জ শহর ও শহরতলীর লোকজন। শহরের চারদিক থেকে আক্রমণ করে ১৭ ডিসেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদারদের হটিয়ে কিশোরগঞ্জ শহরে প্রবেশ করেন। পরে তারা মুক্ত কিশোরগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 

গোপালনদীর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভূপাল নন্দী জানান, ১৭ ডিসেম্বর সকাল ৯টায় কমান্ডার কবীর উদ্দিন আহমদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল পূর্ব দিক দিয়ে বিজয় ধ্বনিতে কিশোরগঞ্জ শহরে প্রবেশ করেন। তারপর বিভিন্ন প্রবেশ পথ দিয়েও মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে আসতে থাকেন। মুক্তিযোদ্ধাদের অভিযানের খবরে মুক্তিকামী জনতাও উল্লাস করে স্বাধীনতার স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসেন। সামান্য প্রতিরোধের পরই পাকবাহিনীর দোসররা আত্মসমর্পণ করে। শহরের শহীদী মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে অস্ত্রসমর্পণের করে তারা। এভাবেই বিজয় দিবসের একদিন পর ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জের আকাশে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

ঢাকা/রুমন/মাসুদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *