যে কনসার্টের দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি

চ্যানেল আই অনলাইন

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ঢাকার আর্মি স্টেডিয়ামে হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ নামের কনসার্ট। এই চ্যারিটি কনসার্ট ঘিরে আসছে একের পর এক সুসংবাদ!

মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের আয়োজনের দিনে (২১ ডিসেম্বর) যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।

এদিন সংবাদ সম্মেলন করে কনসার্ট আয়োজকরা জানান, ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড—এই চার প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকছে না।

চ্যারিটি কনসার্টে গাইতে আসছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়াও পারফর্ম করবে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

GOVT

এসব চমকের আগে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার জন্য আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেন সেনাবাহিনী। শিক্ষার্থীদের টিকিটেও সর্বোচ্চ ৩৬ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। আয়োজকরা আগেই জানিয়েছেন, এই কনসার্ট থেকে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না রাহত ফতেহ আলী খানও!

Shoroter Joba

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *